মাস্টোডনের জনপ্রিয়তা তুঙ্গে

২৩ ডিসেম্বর, ২০২২ ২২:২১  
ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের আলোচনা শুরুর পর থেকেই মাইক্রোব্লগিং প্লাটফর্মটিতে অস্থিরতা দেখা দেয়। অনেক ব্যবহারকারীই টুইটার ছেড়ে মাস্টোডন, টাম্বলারসহ বিকল্প প্লাটফর্মে পাড়ি জমাচ্ছেন। সম্প্রতি লক্ষণীয় নতুন ব্যবহারকারী যুক্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছে মাস্টোডন কর্তৃপক্ষ। মাস্টোডন নির্মাতা ইউজেন রচকো এক বিবৃতিতে জানান, সাম্প্রতিক দিনগুলোয় মাস্টোডন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আগে যেখানে আমাদের সক্রিয় মাসিক ব্যবহারী ছিল তিন লাখের মতো, তা অক্টোবর-নভেম্বরে ২৫ লাখে পৌঁছেছে। অনেক সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, লেখক, অভিনেতা ও সংগঠক আমাদের প্লাটফর্মে এসেছে। তিন লাখ মাসিক ব্যবহারকারী থেকে ২৫ লাখে উত্তরণ যেকোনো প্লাটফর্মের জন্যই আনন্দিত হওয়ার মতো ব্যাপার। নভেম্বরের শুরুতে ইলন মাস্ক যখন টুইটারের দায়িত্ব বুঝে নিচ্ছিলেন তখন মাস্টোডন জানায়, প্লাটফর্মটির ব্যবহারকারী ৬ লাখ ৫৫ হাজারের মতো। সর্বশেষ আপডেটে স্পষ্ট হয়ে উঠেছে, গত কয়েক সপ্তাহে অসংখ্য নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছে। যদিও, নভেম্বর শেষে মাস্টোডনে যে-সংখ্যক সক্রিয় ব্যবহারকারী দাঁড়িয়েছে তা টুইটারের চেয়ে বহুগুণ পিছিয়ে। মাস্ক মালিকানাধীন টুইটারের সক্রিয় দৈনিক ব্যবহারকারী ২৫ কোটি ছাড়িয়েছে। তাছাড়া মাস্টোডনের পাশাপাশি অনেকেই তাদের টুইটার অ্যাকাউন্টও সচল রাখছে। মোবাইল অ্যাপ বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, মাস্কের টুইটার অধিগ্রহণের ১২ দিন পর অ্যাপটিতে গ্রাহক ব্যয় ৬৬ শতাংশ বেড়েছে এবং অ্যাপ ইনস্টলের পরিমাণ বেড়েছে ২১ শতাংশ। বিপরীতে টুইটারের বিকল্প প্লাটফর্মে মাস্টোডনের ইনস্টল বেড়েছে ৬৫৭ শতাংশ। ডিবিটেক/বিএমটি